বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি ও বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্র ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও নারায়নগনজ্ঞ সদর থানার অন্যতম যুগ্ন আহবায়ক আল আমিন প্রধান এন নেতৃত্বে যুবদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে
শনিবার (১৮ মার্চ) বিকেল তিনটায় নগরীর খানপুর হাসপাতালের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন মহানগর বিএনপি। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
এসময়ে মহানগর যুবদলের নেতাকর্মীরা কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শ্লোগানে শ্লোগানে বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।
আল আমিন প্রধানের নেতৃত্বে বিএনপির বিক্ষোভে যোগদান
