০১ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র, ১৪২৯

ডমিঙ্গোর শহরে ডারবানের দুঃস্বপ্ন মুছে ফেলার প্রত্যয়

খেলাধুলা
ডমিঙ্গোর শহরে ডারবানের দুঃস্বপ্ন মুছে ফেলার প্রত্যয়

টস জিতে প্রথম টেস্টে ফিল্ডিং নেওয়া, স্পিনার কম খেলানো, দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অলআউট-এমনিতরো একাধিক খামতি নিয়ে ডারবান টেস্ট হারের জন্য বাংলাদেশ দলের চাঁছাছোলা সমালোচনা হয়েছে।

এবার দ্বিতীয় টেস্ট হচ্ছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর শহরে। পোর্ট এলিজাবেথে ডমিঙ্গোর জন্ম, বেড়ে ওঠা। ১৩৩ বছরের পুরোনো স্টেডিয়ামে টেস্ট হচ্ছে। রোমাঞ্চ ছুঁয়ে যাওয়ার কথা বাংলাদেশ দলকে। উলটো চোখ রাঙাচ্ছে ‘উন্মাতাল বাতাস’।

পোর্ট এলিজাবেথের উইকেটে কী ধাঁধা লুকিয়ে রয়েছে, সে সম্পর্কে জানাও জরুরি। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের দ্বিতীয় ও শেষ টেস্ট গেবেরহার (সাবেক পোর্ট এলিজাবেথ) সেন্ট জর্জেস পার্ক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে। ১-০তে পিছিয়ে পড়া মুমিনুল হকরা সিরিজে সমতা আনার জন্য সংকল্পবদ্ধ। ১৮৮৯ সালে এই মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে অভিজাত ক্রিকেটের পৃথিবীতে প্রবেশ করে দক্ষিণ আফ্রিকা।

এই মাঠেই ১৮৯১ সালে প্রথম আন্তর্জাতিক রাগবির আয়োজন করে তারা। তবে স্বাগতিকদের ঐতিহ্য নিয়ে আপাতত ভাবার সময় নেই সফরকারীরদের। ডারবানে স্পিন সহায়ক উইকেট বানিয়ে সফলতা পেয়েছে পেস আক্রমণের জন্য প্রসিদ্ধ প্রোটিয়ারা। আবার তারা পুরোনো পথে হাঁটবে নাকি সর্বশেষ সাফল্যের কথা মাথায় রেখে এগোবে, সেটা বোঝা যাবে ম্যাচ শুরু হলে।

তবে স্পিন সহায়ক উইকেট হলে নিশ্চিতভাবে সেটা বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া। কারণ সেরা দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম দলে নেই। ইনজুরি নিয়ে তারা দেশে ফিরেছেন। রয়েছেন আরও দুই পেসার আবু জায়েদ ও শহিদুল ইসলাম। তবে সেরা পেস আক্রমণ খেলাতে না পারলে কিছুটা পিছিয়ে শুরু করতে হবে বাংলাদেশকে।

ডারবানে হারের পর বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান বলেছিলেন, ‘উইকেটের ধাঁধা বোঝা গুরুত্বপূর্ণ। প্রথম টেস্টে আমরা সেটা বুঝতে পারিনি।’ সেন্ট জর্জেস পার্কের উইকেট নাকি সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফ্লাট হয়ে যায়। বোলিংয়ে এই মাঠের সেরা পারফরমার অ্যালান ডোনাল্ড এখন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ।

তিনি জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত প্রচণ্ড বাতাস বয়ে যায় এই মাঠে। উইকেট ফ্লাট হয়ে গেলে পেসারদের ভিন্ন কিছু করতে হবে। বোলিং কোচ বলেন, ‘এটা এমন একটা মাঠ, এখানে থিতু হলে শতরান করা যায়। তবে যখন বল রিভার্স সুইং করে, সৃষ্টিশীল হলে এখানে উইকেট নেওয়া যায়।’

এদিকে সুখবর দিলেন তামিম ইকবাল। প্রথম টেস্ট শুরুর আগের দিন পেটের পীড়ায় ভোগায় তিনি খেলতে পারেননি। আর কোনো সমস্যা না হলে দ্বিতীয় টেস্টে তিনি খেলছেন। তামিম ফেরায় একাদশের বাইরে যেতে হচ্ছে টানা ব্যর্থতায় থাকা সাদমান ইসলামকে।

সাকিব আল হাসান না থাকায় দুই স্পিনার খেলানো নিয়ে চাপে রয়েছে টিম ম্যানেজমেন্ট। তাসকিনের জায়গায় আবু জায়েদ নাকি তাইজুল ইসলাম খেলবেন, সেটাই দেখার। ডারবানে কেশব মহারাজ ও সাইমন হারমার যেভাবে ছড়ি ঘুরিয়েছেন, তা দেখে তাইজুলের শরণাপন্ন হতেই পারে বাংলাদেশ।

প্রধান কোচ ও সিনিয়র ক্রিকেটারদের মধ্যে দূরত্বের খবর ভেসে এসেছে দিক্ষণ আফ্রিকা থেকে। শোনা যাচ্ছে, প্রথম টেস্টে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোচের ওপর অনেকেই অসন্তুষ্ট। ঢাকা থেকে এ সংক্রান্ত বার্তা গেছে দক্ষিণ আফ্রিকায়। তবে সব ছাপিয়ে পোর্ট এলিজাবেথে মাউন্ট মঙ্গানুই ফিরিয়ে আনতে মরিয়া বাংলাদেশ।