০১ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র, ১৪২৯

একদিনে প্রায় সাড়ে ৩ হাজার মৃত্যু, আক্রান্ত ১২ লক্ষাধিক

আড়াইহাজার
একদিনে প্রায় সাড়ে ৩ হাজার মৃত্যু, আক্রান্ত ১২ লক্ষাধিক

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। এরমধ্যে আগের দিনের তুলনায় এক হাজারের বেশি মৃত্যু ও পাঁচ লাখেরও বেশি দৈনিক শনাক্ত বেড়েছে।

মঙ্গলবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৮ হাজার ৪৪৯ জন এবং মারা গেছেন ৩ হাজার ৪৮২ জন। আগের দিন মৃত্যু হয়েছিল ২ হাজার ৩৯৭ জনের এবং শনাক্ত হয়েছিল ৭ লাখ ২৪ হাজার ৩০৭ জন। 

এ নিয়ে মহামারি শুরুর পর থেকে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৮৩ হাজার ৫৭৯ জনে। মোট শনাক্ত রোগী বেড়ে ৪৯ কোটি ৪১ লাখ ৯১ হাজার ১১০ জনে পৌঁছেছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৯৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ৮৯৯ জনে।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। মঙ্গলবারও অন্যান্য দেশের তুলনায় দৈনিক সংক্রমণে শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়া; আর এ দিন সর্বোচ্চ মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৯৯৫ জন এবং এ রোগে দেশটিতে মৃত্যু হয়েছে ২০৯ জনের। অন্যদিকে এইদিন যুক্তরাষ্ট্রে কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ৪৬৬ জন এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৪৮০ জন।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের দক্ষিণ কোরিয়ার পরই ফ্রান্সে সবচেয়ে বেশি ২ লাখ ৩ হাজার ২১ জন শনাক্ত হয়েছে। মারা গেছেন ১২৯ জন। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমণ বেড়ে ২ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৫২১ জন ও মৃত্যু বেড়ে ১ লাখ ৪২ হাজার ৭৮৪ জনে পৌঁছেছে।