০১ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র, ১৪২৯

ফতুল্লায় নতুন জামা কিনে না দেয়ায় কিশোরীর আত্মহত্যা

ফতুল্লায় নতুন জামা কিনে না দেয়ায় কিশোরীর আত্মহত্যা
নতুন জামা কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে মারুফা আক্তার(১৬) নামক এক কিশোরী।
নিহত কিশোরী মাদারীপুর জেলার রাজৈর থানার তেলীকান্দির মৃত মোতালেব মিয়ার মেয়ে।সে তার মায়ের সাথে ফতুল্লা থানার পশ্চিম দেলপাড়াস্থ কুসুমবাগের মৌসুমী আক্তারের ভাড়াটিয়া বাসায় বসবাস করতো। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত দশটার দিকে নিহত কিশোরীর মৃত দেহ ফতুল্লা থানার পশ্চিম দেলপাড়াস্থ কুসুমবাগের মৌসুমি আক্তারের ভাড়াটিয়া বাসা থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত কিশোরীর মা শেফালী বেগম(৬৫)বাদী হয়ে শুক্রবার(১৮ মার্চ) ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। 

মামলায় উল্লেখ্য করা হয়, নিহত কিশোরী একটু জেদী স্বভাবের ছিলো।তুচ্ছ ঘটনাতেই পরিবারের সদস্যদের সাথে রাগ-অভিমান করতো। বৃহস্পতিবার রাত আটটার দিকে নিহত কিশোরী  মারুফা বাদীর নিকট নতুন জামা ক্রয় করে দেবার জন্য বায়না ধরে।এতে করে বাদী অসম্মতি জানালে নিহত কিশোরী রাগ করে বাদীর সাথে অশোভন আচরন করে। পরে রাত সাড়ে আটটার দিকে বাদী নিজ প্রয়োজনে প্রতিবেশীর বাড়ীতে যায়। রাত নয়টার দিকে প্রতিবেশীর বাসা থেকে নিজ বাসায় ফেরার পর তিনি দেখিতে পান বাসার দরজা ভিতর হইতে বন্ধ। পরে
বাসার পিছনের জানালা ধাক্কা দিয়া দেখতে পায় যে, ঘরের সিলিং ফ্যানের সাথে  গলায় ওড়না পেচানো  ফাসঁ লাগানো কিশোরীর ঝুলন্ত দেহ।

 নিহত কিশোরির আত্নহত্যার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,নিহত কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।