০১ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র, ১৪২৯

ফতুল্লায় ওরা ১২ জন জুয়ারি

ফতুল্লা
ফতুল্লায় ওরা ১২ জন জুয়ারি
নিজস্ব প্রতিবেদক : ফতুল্লায় জুয়া খেলারতবস্থায় নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জাম সহ ১২ জুয়ারি কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শুক্রবার দিবাগত  রাত সাড়ে তিনটার দিকে তাদের কে ফতুল্লা  মডেল  থানার  মাসদাইর বেকারী মোড় সাকিনস্থ  স্বপন মিয়ার বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পার্শ্বের রুমে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ জুয়া খেলার সরঞ্জাম(১ বান্ডিল তাস) ও নগদ ১ হাজার ৭ শত ৪০ টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো মাসদাইর পাকাপুল এলাকার মোঃ ছানারিল হাসান মুন্না (২৬),মাসদাইর গাবতলী প্রাইমারী স্কুল সংলগ্ন হাসিনা ভিলার রিপন মিয়া (৩৫),  মোঃ কামরুল হাসান (৩৮), পশ্চিম মাসদাইরের নাইম উদ্দিন ওরফে সানি (২৮),  জাভেদ ইসলাম শান্ত (২৪),পশ্চিম মাসদাইর পাগলনীর বাসার ভাড়াটিয়া (পাঁচতলার মোড়), বিপুল খলিফা (২৫), গাবতলী প্রাইমারী স্কুলের সংলগ্ন হাসিনা ভিলার রুহুল আমিন মুন্সী (৪২), মাসদাইর পাকাপুল কালু মিয়ার বাসা ভাড়াটিয়া আল আমিন (২৮),  পশ্চিম মাসদাইর জামালের বাড়ীর ভাড়াটিয়া মোঃ শান্ত হোসেন (২৬),গাবতলী মোল্লা টাওয়ার নূরুল ইসলামের বাসার ভাড়াটিয়া  মোঃ আজিম আলী (৩৩), মাসদাইর বেকারী মোড়ের এরিন ভিলার মোঃ মতি মিয়া (৩৩),ও  মাসদাইর বেকারী মোড় জাকিরের বাসা,   মোঃ আলম মিয়া (৪৫)। 


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফতুল্লা  মডেল  থানার সহকারী উপ- পরিদর্শক শরিফুল সঙ্গীয় ফোর্স সহ মাসদাইর বেকারী মোড়স্থ  স্বপন মিয়ার বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পার্শ্বের রুমে অভিযান চালিয়ে জুয়াখেলারতবস্থায় জুয়া খেলার সরঞ্জাম  ও নগদ টাকা সহ ১২ জুয়ারি কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে মুন্না জুয়ার বোর্ড পরিচালনাকারী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জুয়া আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।