নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শরীফউদ্দিন সবুজের বড় ছেলে অনন্তের উপর হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল জামতলা সহ আশপাশে অভিযান চালিয়ে ফতুল্লা মডেল থানার জামতলাস্থ এফ,এম গলির আব্দুল ওয়াদুদ ভুইয়ার ভাড়াটিয়া গোলাম হায়দারের পুত্র গোলাম মারুফ জিদান,একই থানার জামতলাস্থ হিরা কমিউনটি সেন্টারের গলির টুটুল মিয়ার ভাড়াটিয়া মোঃ জাকির হোসেনের পুত্র সামিউল ইসলাম তাবিবও জামতলাস্থ মোল্লা টাওয়ারের ৪ র্থ তলার মিঠু আহম্মেদের পুত্র আলিফ আহম্মেদ জিহান কে গ্রেফতার করে।
এ বিষয়ে প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আহত অনন্তের বাবা বাদী হয়েআলিফ জিহ্বান (১৭), মোঃ সামিউল ইসলাম আবির (১৬), গোলাম মারুফ জিদান (১৭), মোঃ আনান (১৭), নাহিয়ান (১৭), আব্দুর রহমান পল্টু (২২), সহ অজ্ঞাত নামা ১৫/২০ জন বিরুদ্ধে সোমবার মামলা দায়ের করেছে।
মামলায় উল্লেখ্য করা হয়েছে, বাদীর ছেলে আহাম্মেদ অনন্ত শাহ (১৫) নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে ১০ম শ্রেণীর ছাত্র। অনন্তর বন্ধু মোঃ সিয়াম (১৫) নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে পড়াশুনা করে। অভিযুক্ত আসামীরা সিয়ামের বন্ধু। সেই সুবাদে গত কয়েকদিন পূর্বে অভিযুক্ত আসামীদের সাথে অনন্তের পরিচয় হয়।
সিয়ামের সাথে অভিযুক্তদের ছোট ভাই ও বড় ভাইকে কেন্দ্র করিয়া দ্ধন্ধ চলছিলো। সিয়ামের সাথে চলাফেরা করায় অভিযুক্তরা অনন্তের উপর ক্ষিপ্ত ছিলো। রোববার রাত সাড়ে আটটার দিকে মাসদাইর কবরস্থানে কবর জিয়ারত শেষে দুই বন্ধু কে সাথে নিয়ে বাসায় ফেরার পথে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন মেলাফুড ভিলেজের সামনে পৌছামাত্র অভিযুক্তরা তাদের সাথে থাকা হাতে ছোরা, হকিষ্টিক, সুইচ গিয়ার চাকু, বাশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম সহ হত্যার ধারালো ছুরি দিয়ে অনন্তের পিঠে ছুরি দিয়ে পিঠে আঘাত করে। এ সময় হামলাকারীরা অনন্তের সাথে থাকা একটি হাত ঘড়ি,একটি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীদের কবল থেকে রেহাই পেতে ডাক-চিৎকার করলে স্থানীয় পথচারীরা এগিয়ে এলে অনন্ত কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন (থ্রি) জানায়, মামলা হয়েছে।এজাহারনামীয় তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। জড়িত সকল আসামীদের কে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
না.গঞ্জ প্রেস ক্লাব সম্পাদকের ছেলের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৩
