০১ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র, ১৪২৯

রূপগঞ্জে হামলার ঘটনায় মামলা নেয়নি পুলিশ

সারাদেশ জাতীয়
রূপগঞ্জে হামলার ঘটনায় মামলা নেয়নি পুলিশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় অটোরিকশা গতিরোধ করে আওয়ামী লীগ নেতার সেল্টারে সন্ত্রাসীরা দুই সহোদর সোহেল মিয়া ও জুয়েল মিয়াকে কুপিয়ে মারাÍকভাবে জখম করে। এ সময় তাদের সাথে থাকা বোন জুয়েনা আক্তারকে পিটিয়ে টানাহেঁচড়া ও মারধর করে বিবস্ত্র করে। হামলাকারীরা নগদ ২০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, ছিনিয়ে নেয়। এ ঘটনায় মঙ্গলবার রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলেও রহস্যজনক কারণে মামলা নেয়নি পুলিশ।
উপজেলার দক্ষিণ নবগ্রাম এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে শ্রাবন মিয়া জানান, তার স্ত্রী জুয়েনা আক্তার, তার ভাই সোহেল ও জুয়েল অটোরিকশা যোগে পিতলগঞ্জ থেকে নিজ বাড়ি ফিরছিল। এ সময় জাঙ্গীর এলাকায় পৌঁছলে ওই এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা নাদিম ভুঁইয়ার গাড়িচালক সজিব মিয়া, কবিরের ছেলে রাসেল, সোবাহানের চেলে আসাদ আলীসহ ৮-১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অটোরিকশার গতিরোধ করে হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে মারাÍক জখম করে স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মঙ্গলবার বিকালে সোহেলের পায়ে অস্ত্রপচার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ দায়ের করার ৩দিন অতিবাহিত হলেও রহস্যজনক কারণে পুলিশ মামলা নিচ্ছেনা। তাছাড়া আওয়ামী লীগ নেতা নাদিম ভুঁইয়া অভিযোগ তুলে নেয়ার জন্য বাদিপক্ষকে হুমকি প্রদান করছে।
রূপগঞ্জ থানার এসআই ও তদন্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, হামলা ও লুটপাটের ঘটনায় অভিযোগ পেয়েছি। আসামিরা পলাতক রয়েছে। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।  
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, অভিযোগ তদন্তাধিন রয়েছে। উভয়পক্ষের মধ্যে সমঝোতার কথা বলা হচ্ছে। তবে আগামী ২৪ ঘন্টার মধ্যে সমাধান না হলে মামলা রুজু করা হবে।