সোনারগাঁ প্রতিনিধি: জেলার সোনারগাঁয়ে ট্রাকচাপায় এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাতে থাকা আরেও দুজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ললাটি এলাকার সালাম স্টিলের সামনে এ ঘটনাটি ঘটে। নিহতের ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে নয়াপুর এলাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। জড়িতদের আটক করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।