সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ এই উক্তি উচ্চারণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সততা আমরা ভুলেই গেছি। ঘুষ দেওয়া এবং নেওয়া আমাদের নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। লজ্জা-শরমও আমরা পাই না। খুবই শর্টকাটে আমরা ধনী হতে চাই। এইসব চিন্তা বাদ দিতে হবে। সৎ সঙ্গে থেকে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে।
বুধবার (১৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগে বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
আইভী বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদেরও স্মার্ট হতে হবে। শুধুমাত্র পোশাকে স্মার্ট হলেই হবে না। আমাদের মন, মেধা, বুদ্ধি, ভালোবাসা, দেশপ্রেম, লেখাপড়ায় সততা, স্মার্টনেস থাকতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, শেখ হাসিনার উন্নয়নে সহযোগী হতে চাই।
বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের লোকজনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে মেয়র বলেন, খুবই অল্প সময়ের মধ্যে এই সুন্দর স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে। এই স্কুলের বিশেষ দিক হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিদের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এইটার জন্য স্কুলের পরিচালনা পরিষদের লোকজনকে ধন্যবাদ জানাই। এই এলাকার সুবিধাবঞ্চিত শিশু-কিশোররা পড়াশোনার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত হচ্ছে। অনেক জায়গায় পড়ার চাপে বাচ্চারা নতজানু। এইক্ষেত্রে বিদ্যানিকেতন একেবারেই ব্যতিক্রম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। মতিয়া চৌধুরীকে উদ্দেশ্য করে সেলিনা হায়াৎ আইভী বলেন, উনি নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুলের ছাত্রী ছিলেন। উনি আমাদেরই একজন।
বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আব্দুস সালাম।
আলোচনা পর্ব শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে কেকও কাটের অতিথিরা।
সততা আমরা ভুলেই গেছি: মেয়র আইভী
