নিজস্ব প্রতিবেদক: ৫ দফা দাবীতে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার(৩১ মার্চ) বেলা ১১টায় দেশব্যাপী এই বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে।
এসময় দ্রব্যমূল্য উর্ধ্বগতির কারনে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান,১০ ধাপে বেতন নিধারণসহ নবম বেতন কমিশন গঠন,সচিবালয়ের মত পদবী পরিবর্তন, টাইমস্কেল সিলেকশন গ্রেড পূর্নবহাল সহ ৫ দফা পূরনের দাবীতে দেশব্যাপী একযোগে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বিক্ষোভ সমাবেশ করে।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃমোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃমোতালিব হোসেন,বাংলাদেশ চতুর্থ শ্রেনী সরকারি কর্মচারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃমোজাম্মেল হক, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার সহ মোঃকামরুল হাসান,মোঃআওলাদ হোসেন,মোঃমোকলেস শেখ,হেমায়েত উদ্দিন চৌধুরী,আব্দুর রহমান,মোঃমাহাবুব হোসেন,হাসিনা আক্তার,মোঃমফিজুল রহমান,শিল্পী রানী দাস,ওমার ফারুক মোল্লা,মনির হোসেন,মোঃশিমুল হোসেন,শিবলু, মোঃসাহাবুদ্দিন,হেলাল, মোঃ তাওলাদ হোসেন,আবুল কালাম,আবু তাহের শামীম প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে কামরুল ইসলাম বলেন,আমরা সরকার বান্ধুব। আমরা প্রশাসন বান্ধব। সুতরাং আমরা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাবো এবং যাচ্ছি।শুধু আমাদের দিকে লক্ষ রাখুন আমরা মানুষ।আমরা কর্মচারী আমরা বাঁচার মত বাঁচতে চাই।সরকারের এই মহাসড়কের উন্নয়নে কাজ করতে চাই এবং বাঁচতে চাই।আমাদের যে মৌলিক অধিকার আছে তা আমরা চাই দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়ে।এই সময়ে জেলখানার কয়েদী খাবারের জন্য যে বাজেট পায় বাবাহ বাহ দিয়ে বর্তমান সরকার যে আইন করে দিয়েছে এই পৃষ্ঠপোষক সরকারের সাথে চলতে চাই।সরকার আমাদের যে বেতন করে দিয়েছে তা দিয়ে আমাদের চলছে না।তাই আমাদের কর্মচারীদের দিকে লক্ষ দেন।আমাদের দাবী যদি মেনে না নেন তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। তখন সরকারের আমরা এই কর্মচারীরা মাঠে নামলে কাজ করবেন কিভাবে এর দায় কিন্তু উর্ধ্বতন কর্মকর্তাদের নিতে হবে।
বক্তব্য শেষে বিক্ষোভ সমাবেশটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পুলিশ সুপারের কার্যালয় প্রদিক্ষন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে সমাপ্তি করে।
৫ দফা দাবী না.গঞ্জে সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
