আড়াইহাজার ( নারায়ণগঞ্জ)প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবার রাতে চালক ও যাত্রীদের হাত- পা বেঁধে ও মাইরপিট করে প্রায় এক লাখ টাকা মূল্যের অটো ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। উপজেলার ফকিরবাড়ী- কামরানীরচর সড়কের ছোট বিনাইরচর ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে ।
জানা গেছে, উপজেলার ছোট বিনাইরচর এলাকার বাসিন্দা ু আবুল হোসেন তার অটো নিয়ে মঙ্গলবার রাত ২ টার দিকে ব্রাহ্মন্দী এলাকায় বাউল গানের আসর থেকে চামুরকান্দী গ্রামের সফর আলী নামে এক যাত্রীকে বাড়ীতে পৌঁছে দিতে যাচ্ছিল। পথে ছোট বিনাইরচর ব্রীজ এলাকায় আসা মাত্র ৩/৪ জন অজ্ঞাত ছিনতাইকারী রাস্তায় কলাগাছ ফেলে অটো থামাতে বাধ্য করে। পরে তারা ধারালো অস্ত্রের মুখে যাত্রী ও চালকের হাত- পা বেঁধে ফেলে রেখে অটো টি ছিনিয়ে নিয়ে যায়। আক্রান্তদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে। এই রুটে এর আগেই অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
অটো চালক আবুল হোসেনের বাড়ী বিনাইরচর এলাকায়।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ এমদাদুল হক তৈয়ব জানান, এই ব্যাপারে কোন অভিযোগ আসেনি।
আড়াইহাজারে চালকের হাত পা বেঁধে অটো ছিনতাই
