২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন, ১৪৩০

আড়াইহাজারে ইয়াবাসহ মিশু সিকদার আটক

আড়াইহাজার
আড়াইহাজারে ইয়াবাসহ  মিশু সিকদার আটক

সোজাসাপটা প্রতিবেদক:

আড়াইহাজারে ২৫০ পিস ইয়াবাসহ এক শীর্ষ  মাদক ব্যবসায়ী মিশু সিকদারকে (৪৫) গ্রেফতার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। বুধবার রাতে  উপজেলার গোপালদী পৌর সভার রামচন্দ্রদী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতাকৃত  মিশু শিকদার (৪৫)  রামচন্দ্রদী গ্রামের আরাফাত আলী শিকদার এর ছেলে । তার মায়ের নাম জায়েদা শিকদার ।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক খান বলেন, মিশু সিকদার প্রভাবশালী পরিবারের সদস্য। দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁিক দিয়ে ইয়াবার ব্যবসা করে আসছিল। প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় তাকে গ্রেফতার করা যাচ্ছিল না। পরে একাধিক সোর্স এর মাধ্যমে নিশ্চিত করে পুলিশের একাধিক টিম মিশু সিকদারের বাড়ী ঘেরাও করে ফেলে। এই সময় তার বাড়ী তল্লাশী করে ২৫০ পিছ ইয়াবাসহ আটক করা হয়। তাকে গ্রেফতারের ফলে এলাকায় স্বস্থির ফিরে এসেছে।  অভিযোগ রয়েছে, রামচন্দ্রদী গ্রামের ৩০টির মতো মাদক ব্যবসায়ী রয়েছে। এই গ্রামে প্রতিনিয়ত অভিযান করার দাবী জানিয়েছেন সাধারণ মানুষ।