শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনা এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
রোববার (২২ জানুয়ারি) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন পাসপোর্ট অফিসের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম টিটু।
আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান খোকা, মাশুকুল ইসলাম রাজিব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, জেলা কৃষকদলের আহবায়ক শাহীন মিয়া, সদস্য সচিব কায়সার রিফাত, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রিয়াদ মো. চৌধূরি, বিএনপি নেতা অ্যাডভোকেট বারি ভূইয়া, কাউন্সিলর ইকবাল, যুবদল নেতা শহীদুল ইসলাম স্বপনসহ জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।