২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন, ১৪৩০

বিএনপির অভিযোগ: জিকে গউছকে তুলে নিয়ে গেছে ডিবি

জাতীয় আইন আদালত
বিএনপির অভিযোগ: জিকে গউছকে তুলে নিয়ে গেছে ডিবি

বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে দলটি।
মঙ্গলবার হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার সময় তাকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  নিশ্চিত করেছেন।
রিজভী জানান, জিকে গউছকে ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছে। তার এখনো কোন সন্ধান আমরা পাইনি।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট হবিগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিল। এ সময় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধসহ শতাধিক নেতাকর্মী আহত হন বলে অভিযোগ। সংঘর্ষে আহত হন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ ঘটনায় ২১ আগস্ট পুলিশ বাদী হয়ে ৭ শ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় পুলিশ অ্যাসল্ট এবং বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে। ওই মামলায় গউছকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।