০১ অক্টোবর, ২০২৩, ১৫ আশ্বিন, ১৪৩০

বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বন্দর
বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বন্দর প্রতিনিধি : য়ণগঞ্জের বন্দরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ডকইয়ার্ড, কাঁচাপাকা টিনশেড স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান সহ শতাধিক অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।


এসময় দুটি ড্রেজারকে ৭০হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে মঙ্গলবার বেলা বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার আমিন আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ সময় নদীর জায়গা দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেয় সংস্থাটির ভ্রাম্যমান আদালত।


নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, উচ্চ আদালতের নির্দেশে নদীর দুই তীরে নতুন সীমানা পিলার স্থাপনের কাজ চলছে। পাশাপাশি নদীর তীরভূমি উদ্ধার করে ওয়াকওয়ে নির্মাণ কাজ দ্রুত শুরু করার লক্ষ্যে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ ও দুটি ড্রেজারকে ৭০হাজার টাকা জরিমানা করা হয়।

উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শহিদ উল্যাহ, উপ-পরিচালক ইসমাইল হোসেন ও উর্ধ্বতন কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।