০১ অক্টোবর, ২০২৩, ১৫ আশ্বিন, ১৪৩০

ব্রিজে ওভারলোড চলাচল, বালুর ট্রাক আটক

ব্রিজে ওভারলোড চলাচল, বালুর ট্রাক আটক


সোজাসাপটা রিপোর্ট: নারায়ণগঞ্জের আড়াইহাজারের রামচন্দ্রদী বেইলি ব্রিজে ওভারলোড করে চলাচলের সময় তিনটি বালুর ট্রাক আটক করেছে পুলিশ। শুক্রবার (১ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের নির্দেশে ট্রাকগুলো আটক করা হয়।


ইউএনও রফিকুল ইসলাম জানান, এই ব্রিজটি ভেঙে যাওয়ায় নতুন করে পাশে আরেকটি ব্রিজের কাজ চলছে। আপাতত শুধু মানুষের চলাচলের উপযোগী আছে ব্রিজটি। সড়ক ও জনপদ বিভাগ থেকে এখানে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাকগুলো চলাচল করায় সেগুলো আটক করে থানায় রাখা হয়েছে। এগুলোর বিরুদ্ধে পরে ব্যবস্থা নেওয়া হবে।