সোজা সাপটা প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আসন্ন ১২ জুন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (১৬ মে) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আড়াইহাজার পৌরসভায় ৪ আওয়ামী লীগ নেতা মেয়র প্রার্থীসহ কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী রিটানির্ং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলমের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এর মধ্যে কাউন্সিলর পদে ৩৮ ও সংরিক্ষত আসনে কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামীলীগের মেয়র প্রার্থী আলহাজ্ব সুন্দর আলী (বর্তমান মেয়র) স্বতন্ত্র প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা ও মেয়র হাবিবুর রহমান, আড়াইহাজার পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মেহের আলী মোল্লা, আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ ।
আগামী ১৮ মে মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। পরবর্তী আগামী ২৬শে মে প্রার্থীদের প্রর্তীক বরাদ্দ দেওয়া হবে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন।
চাঞ্চল্যকর দৌলত আড়াইহাজার পৌরসভায় মনোনয়ন পত্র দাখিল
