জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেহেদী হাসান রাব্বি নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাব্বি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের (২০১৬-১৭) শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
নিহত মেহেদীর গ্ৰামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৌর শহরের কলেজ পাড়া এলাকায়। মেহেদীর বাবা নাম মৃত জামাল উদ্দিন ও মা লাভলি। পরিবারের ৫ ভাইবোনের মধ্যে মেহেদী ৩য়। সোমবার দুপুরে গ্রামের নিজ বাসায় তার ঝুলন্ত লাশ অবস্থায় পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার রাতে মেহেদী দরজা বন্ধ করে নিজ কক্ষে ঘুমাতে যান। সোমবার সকালে রাব্বিকে পরিবারের সদস্যরা ঘুমানো অবস্থায় দেখেন । কিন্তু দুপুরে তার দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। অনেক চেষ্টা করে দরজা খুলতে না পেরে শেষে দরজা ভেঙে দেখেন মেহেদী হাসান রাব্বির লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত মেহেদীর বিষয়ে তার বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ছেলেটি আমার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ার হওয়ার কারণে কাছ থেকে চিনি। সে খুব অমায়িক ছেলে ছিল। ১ বছর আগে তার বাবা মারা যায়। এজন্য তার মন খারাপ ছিল । আমি সবসময় চেষ্টা করেছি খোঁজখবর রাখার। কিন্তু মাঝে সে আর কিছু জানায়নি।