২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন, ১৪৩০

দুর্বৃত্তের হামলায় সাংবাদিক নিহত, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা

সব খবর শোক সংবাদ
দুর্বৃত্তের হামলায় সাংবাদিক নিহত, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা

সোজাসাপটা রিপোর্ট: বাংলা নিউজ ২৪.ডটকম এর জামালপুরের জেলা প্রতিনিধি ও দৈনিক মানবজমিনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম দুর্বৃত্তদের হামলায় নিহত হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।


গত বুধবার রাতে গোলাম রাব্বানী নাদিমের উপর কিছু দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়, বৃহষ্পতিবার দুপুরে সে মারা যায়। গোলাম রাব্বানী নাদিমের উপর হামলা মানেই সত্য সাংবাদিকতার কন্ঠ রোধ করার সামিল।



নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন ক্লাবের সব সদস্যদের পক্ষ থেকে ন্যাক্কার জনক এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং নিহতের রুহের মাগফেরাত কামনা করেন।