০১ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র, ১৪২৯

ফতুল্লার চানমারী থেকে যুবক নিখোঁজ

ফতুল্লা
ফতুল্লার চানমারী থেকে যুবক নিখোঁজ


নিজস্ব প্রতিবেদক: ফতুল্লার চানমারী থেকে হোসেন মিয়া(২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হোসেন মিয়া ফতুল্লা মডেল থানার চানমারী মডেল কলেজ সংলগ্ন শফিক ডাক্তারের বাড়ীর ভাড়াটিয়া জজ মিয়ার পুত্র।


শুক্রবার (১৭ মার্চ) বিকেলে তিনি বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি।

এ ঘটনায় নিখোঁজ হোসেন মিয়ার বাবা মোঃ জজ মিয়া  বাদী হয়ে শনিবার(১৮ মার্চ) দুপুরে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী(নং-১৩৬৩) করেন।

নিখোঁজের পরিবারের সদস্যরা জানায়, নিখোঁজ হোসেন মিয়া ইসদাইরস্থ একটি গার্মেন্টসে কাজ করে। শুক্রবার কারখানাটি বন্ধ ছিলো। তাই দুপুরের খাবার খেয়ে বেশ কিছু সময় বাসায় বিশ্রাম নিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে বাসা থেকে বের হয়। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। তার মোবাইল ফোনে ফোন করা হলেও বন্ধ পাওয়া যায়। আত্নীয়-স্বজন,পরিচতজন সহ সম্ভাব্য স্থানে খোজ করে তার কোন সন্ধান না পাওয়া যাওয়ায় শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী করা হয়।