ফতুল্লায় নুরু ইসলাম (৪৫) নামে এক ব্যাক্তি খুন হয়েছেন। তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) ফতুল্লা কাশিপুর নরসিংপুর এলাকায় ওই ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নূরে আযম মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ।
পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করেছে।
ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। লাশের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ভিকটিমকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য স্ত্রীসহ ৩জনকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।