নিজস্ব প্রতিবেদক: ফতুল্লা
থানা পুলিশের উপর হামলার মামলা,ডাকাতি,ছিনতাই,মাদক সহ বহু সংখ্যক মামলার
পলাতক আসামী পেশাদার ছিনতাইকারী শাওন (৩২) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল
থানা পুলিশ।
গ্রেফতারকৃত শাওন ফতুল্লা থানার মাসদাইর বাজার এলাকার (ডাচ্ বাংলা ব্যাংকের নীচতলার) রসা কসাইয়ের পুত্র। বুধবার(৩০ মার্চ) সকালে তাকে মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ
জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন
কবির(টু) সঙ্গীয় ফোর্স সহ মাসদাইর বাজার এলাকায় অভিযান চালিয়ে শাওন কে
গ্রেফতার করে।
গ্রেফতার
অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (টু)
জানায়,গ্রেফতারকৃত শাওন একজন পেশাদার ছিনতাইকারী। দীর্ঘদিন ধরে শাওনহ তার
সহোযোগিরা জামতলা,পুলিশ লাইন,গাবতলা মোড় সহ আশপাশের অলিগলিতে ছিনতাই করে
আসছিলো।বুধবার বেলা ১১ টার দিকে তাকে মাসদাইর থেকে গ্রেফতার করা হয়।তার
বিরুদ্ধে ডাকাতি,ছিনতাই, পুলিশের উপর হামলার ঘটনায় মামলা সহ আরো বশ কয়েকটি
মামলা রয়েছে বলে তিনি জানান।