০২ ডিসেম্বর, ২০২৩, ১৮ অগ্রহায়ণ, ১৪৩০

হরতালের প্রথমদিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা

এক নজরে সিদ্ধিরগঞ্জ
হরতালের প্রথমদিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা

বিএনপিসহ সমমনা অন্যান্য দলের ডাকা ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচির প্রথমদিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যাত্রী ও যানবাহনের সংখ্যা অতন্ত কম। সকাল থেকেই ফাঁকা রয়েছে মহাসড়ক।

রোববার (১৯ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা যায়।

দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে মহাসড়কে বাসের তুলনায় তিন চাকার যানবাহন চলাচল বেড়েছে।

রবিউল ইসলাম নামের এক যাত্রী বলেন, এক জরুরি কাজে মহাসড়কে বের হয়েছিলাম। এসে দেখি তেমন গাড়ি নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে গাড়ির দেখা পেলাম।

আশরাফুল ইসলাম নামের আরেক যাত্রী বলেন, ব্যবসায়িক কাজে ঢাকার উদ্দেশ্যে বের হয়েছি। বাস পেলেও যাত্রীর অভাবে বাস ছাড়ছে না।

আব্দুল্লাহ নামের এক বাসচালক বলেন, মহাসড়কে কোনো ঝামেলা না হলেও মনের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। অনেকেই এই কারণে বাস নিয়ে মহাসড়কে বের হয়নি।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, সকাল থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।