২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন, ১৪৩০

কারাবন্দী,গুলি বিদ্ধ,অসুস্থ নেতাকর্মীদের বাড়ি বাড়ি খোরশেদ

রাজনীতি সব খবর
কারাবন্দী,গুলি বিদ্ধ,অসুস্থ নেতাকর্মীদের বাড়ি বাড়ি খোরশেদ

সোজাসাপটা প্রতিবেদক:

বিএনপি ও অংগ সংগঠনের ১০ নং ওয়ার্ডের কারাবন্দী, গুলি বিদ্ধ ও অসুস্থ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে নেতাকরমীদের শারিরীক খোঁজ খবর ও কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন নারায়নগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
আজ ৫ই আগষ্ট শনিবার বিকালে কারাবন্দী মহানগর যুবদল নেতা সাগর প্রধান ও মঞ্জুর হোসেনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এছাড়াও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অসুস্থ আলী আহম্মদ লালা, বোরহান ঢালী, আবুল হোসেন ও পুলিশের গুলিতে আহত যুবদল নেতা মোঃ হারুনের বাসায় গিয়ে তাদের শারীরিক অবস্থার খোজ নেন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
এসময় কাউন্সিলর খোরশেদ বলেন, আমরা পদ পদবীর জন্য রাজনীতি করি না, আমরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যানে রাজনীতি করি। সুতরাং পদ পদবীর জন্য আমরা লালায়িত নই। আমরা সব সময় নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।