০১ অক্টোবর, ২০২৩, ১৫ আশ্বিন, ১৪৩০

কারামুক্ত হলেন যুবদলনেতা সজল ও সাদেক

রাজনীতি আইন আদালত
কারামুক্ত হলেন যুবদলনেতা সজল ও সাদেক


সোজাসাপটা রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় পার্টির অফিসের সামনে থেকে গ্রেপ্তারকৃত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল ও কেন্দ্রীয় যুবদলের সাবেক কার্যকরী সদস্য সাদেকুর রহমান সাদেক দীর্ঘ ৩৭দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।

কারামুক্ত হয়েই বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কারামুক্ত যুবদল নেতা সাদেক ও সজল।  এসময়ে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদও তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

গত (১৩ মার্চ) রবিবার ঢাকা জেলা দায়রা জজ আদালত থেকে জামিন পান তাঁরা। এর পরেরদিন  সোমবার দুপুরে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। কারামুক্ত যুবদল নেতা সাদেকুর রহমান সাদেক ও মনিরুল ইসলাম সজলকে ফুল দিয়ে বরণ করে নেন যুবদল নেতৃবৃন্দ। 


প্রসঙ্গত, গত (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর পল্টন থানাধীন বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক ও মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজলকে গ্রেফতার করেন পল্টন থানা পুলিশ। 

এর আগে দীর্ঘ সময় তারা দলীয় কার্যালয়ে অবরুদ্ধ থাকেন। এরপর গত (৭ ফেব্রুয়ারি) পল্টন থানার নাশকতা পরিকল্পনাকারী ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুকে প্রধান আসামিসহ ৬২জনকে আসামি ও ৩০০/৪০০জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়।  


দুপুরে আসামিদের ঢাকা সিএমএম আদালতে আসামিদের হাজির করে ৭দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।