নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্র। বুধবার (১৬ মার্চ) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ভিপি কবির হোসেনকে। কমিটিতে সদস্য সচিব করা হয়েছে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে।
কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মেয়র আইভীর শ্রদ্ধা নিবেদন
কমিটি ঘোষণার পর জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, এখন দায়িত্ব আরও বাড়লো। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দলের সব আন্দোলনে জেলা যুবদল জোরালো ভূমিকা রাখবে।