পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাজে পারফরম্যান্সের পর আন্তর্জাতিকে ফর্ম ফিরে পান বাবর আজম।
জাতীয় দলের জার্সি গায়ে জ্বলে ওঠেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তার ৬ ইনিংসের রান ৬৭, ৫৫, ৫৭, ১১৪, ১০৫* ও ৬৬।
তার দুর্দান্ত পারফরম্যান্সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ এনে দিয়েছে পাকিস্তানকে।
এমন চাঙা মনভাব নিয়ে ছুটিতে নিজের শহরে ফিরেই ইফতার বিতরণে আত্মনিয়োগ করলেন পাকিস্তানের অধিনায়ক।
বৃহস্পতিবার সহ–অধিনায়ক শাদাব খানকে নিয়ে নিজের শহরের রাস্তায় ইফতারি বিতরণ করেছেন বাবর। পঞ্চম রোজার দিনে ইফতারি বিতরণ করেছেন তিনি।
তার সেই কর্মকাণ্ডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওতে দেখা গেছে, লাহোরের রাস্তায় ইফতারি বিতরণ করছেন বাবর ও শাদাব। বড় এক হাঁড়ি থেকে বিরিয়ানি বিতরণ করছেন বাবর। পাশে বেশ কয়েকটি পাত্রে শরবতও ছিল।
চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারেননি শাদাব। তবে অধিনায়ককে সঙ্গ দিতে ঠিকই লাহরে হাজির হন শাদাব।