০১ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র, ১৪২৯

লেখা পড়ায় মনোযোগ থাকলে সফলতা আসবেই - লিপি ওসমান

শহর
লেখা পড়ায় মনোযোগ থাকলে সফলতা আসবেই - লিপি ওসমান

শহর প্রতিনিধি:  নারায়ণগঞ্জ গণবিদ্যা নিকেতন স্কুলের নবীন বরণ, এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) বিকেল ৫টায় স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফয়েজ উদ্দিন আহমদ লাভলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

এসময় তিনি বলেন, আজকে এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। কারন গত দুই বছর এসকল কার্যক্রম বন্ধ ছিলো পূণরায় সেগুলো চালু হচ্ছে। আজকের অনুষ্ঠানে অনেকে বিদায় নিবে আবার অনেককে বরণ করা হবে। যারা বিদায় নিচ্ছে তাদের বলবো এটা বিদায় নয়, জীবন শুরুর প্রথম ধাপ। শিক্ষার্থীদের বলবো, সবসময় পড়ালেখায় ভালো ফলাফল হবে এমনটা নয় কিন্তু মনোযোগ অবশ্যই থাকতে হবে। কারন লেখা পড়ায় মনোযোগ থাকলে সফলতা আসবেই। পরিক্ষায় খারাপ করলে ভেঙ্গে পড়োনা, এগিয়ে যেতে হবে। সাধারণ জ্ঞানের বিকাশ পড়ালেখার বাইরেও করতে হবে। সবসময় চর্চা করতে হবে। তোমরা এমন ভাবে শিখবে যেন অন্যকে শিখাতে পারো। জ্ঞান অর্জন করে মানুষের মত মানুষ হও।

স্কুলের সিনিয়র শিক্ষক তানিয়া রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর প্রেসিডেন্ট আসিফ হাসান মাহমুদ, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন এর প্রসিডেন্ট লিটন সাহা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র-১ আব্দুল করীম বাবু, হোসিয়ারী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ কবির হোসেন, স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল জব্বার সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

পুরস্কার বিতরণী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।