স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে সৎ পিতার মারধরে সাত বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৪ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আজিবপুর বাগানবাড়ী এলাকার জাহাঙ্গীরের ভাড়াটিয়া বাসায় ঘটনাটি ঘটে। নিহত ওই শিশুর নাম আব্দুল্লাহ। এ ঘটনার পর শিশুটির মা স্বপ্না আক্তার মুন্নি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ সৎ পিতাকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (২৪ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু আব্দুল্লার সৎ পিতা আরিফ নানা অযুহাতে তাকে মারধর করতে থাকে। মারধরের এক পর্যায়ে বাড়ীর সামনে টানানো মইয়ের সাথে ঝুলিয়ে নির্মমভাবে প্রহার করা হয়। একপর্যায়ে তাকে সেখান থেকে ফেলে দেয় পাষন্ড আরিফ। পরবর্তীতে আবার আব্দুল্লাহকে দুই পা ধরে শূন্যে ভাসিয়ে রেখে দেয়ালের সাথে অনবরত স্বজোরে মাথায় আঘাত করতে থাকে।
এতে করে সে গুরুতর আঘাত পেয়ে জখম হয়। এ ঘটনার পর মা স্বপ্না ছেলেকে সেবা যত্ন করতে থাকে। পরে রাতে শিশু আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লে স্বপ্না ছেলে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। কিন্তু তাতে বাঁধসাধে পাষন্ড আরিফ। পরবর্তীতে ওই রাতেই যখন আবারো শিশু আব্দুল্লার শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকে তখন স্বপ্না আরিফে রক্তচক্ষুকে উপেক্ষা করে মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোরে ঢাকার মাতুয়াইলের মাতৃসদনে নিয়ে যায়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক শিশু আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। পরে নিহত শিশুর লাশ নিয়ে মা স্বপ্ন তার সাবেক স্বামীর বাড়ীর এলকা ঢাকার যাত্রাবাড়ীর কাজলায় নিয়ে যায়। সেখানে শিশু আব্দুল্লাহকে দাফন করেন। পরে বুধবার (২৬ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় নিহত শিশু আব্দুল্লাহর মা স্বপ্না বাদী হয়ে স্বামী আরিফকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ পাষন্ড সৎ পিতা আরিফকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, সৎ পিতার মারধরে শিশু আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় মা স্বপ্না বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আমরা অভিযুক্ত আরিফকে আটক করেছি। পরবর্তী আইনানুগ কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।