সোজাসাপটা রিপোর্ট: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জেই আওয়ামী লীগের জন্ম। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু নিজে লিখেছেন যে আওয়ামী লীগের যে প্রথম মিটিং করেছিলেন সেটা ছিল নারায়ণগঞ্জের পাইকপাড়ার মিউচুয়াল ক্লাবে। আমি সেই ক্লাবটিকে সংরক্ষণ করেছি। এই মিটিং করার পরে উনি ঢাকার রোজ গার্ডেনে গিয়ে কমিটি ঘোষণা করেছিলেন। সেই সূত্রে আমরা মনে করি আওয়ামী লীগের সূতিকাগার এবং আওয়ামী লীগের জন্ম এই নারায়ণগঞ্জে। সেটা সংরক্ষণ করেছি প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করবেন। চেষ্টা করেছি ইতিহাসকে ধরে রাখার জন্য। শেখ রাসেলের নামে রাসেল পার্ক করেছি। অপরাজিতা নামে স্কুল করেছি। শেখ হাসিনার নামে শেখ হাসিনা বিজ্ঞান কমপ্লেক্স এক কাজ চলমান আছে। চেষ্টা করেছি জাতির শ্রেষ্ট সন্তানদের সম্মান দেয়ার জন্য। আপনাদের সহযোগীতা চাই।
বুধবার (৩১ মার্চ) সকালে বন্দর নবীগঞ্জ বাগবাড়ি এলাকায় ৪৭ নং লালমিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন।
দুই মন্ত্রীকে উদ্দেশ্য করে আইভী বলেন, অনেকগুলো স্কুল আছে যেগুলো অত্যন্ত জরাজীর্ণ, বিশেষ করে প্রাইমারি স্কুল। এক দুই শতাংশ জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে। একটি পুরানো শহর, ঐতিহ্যবাহী একটি শহর কিন্তু স্কুলগুলোর খুবই ভগ্নদশা। আমি স্কুলের লিস্ট আপনার কাছে পাঠাবো। যদি সম্ভব হয় যে স্কুলগুলো জরাজীর্ণ সেই স্কুলগুলোর মধ্যে আপনারা কাজ করবেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল পালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
বন্দর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সিটি কর্পোরেশনের কাউন্সিলররাসহ আরও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিইও আবুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, বন্দর ইউএনও কুদরত এ খোদা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, হুমায়ুন কবির এলিন, মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা আব্দুল মোতালেব, শরীফ হিরা, হিমেল খান হিমু প্রমুখ।
মেয়র আইভী: ‘আওয়ামী লীগের জন্ম এই নারায়ণগঞ্জে’
