দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে (সদর-বন্দর) আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু। শনিবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরুর দিন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিন্যুতে যেয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় তাদের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেন তাদের প্রতিনিধিরা।
আনোয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব, প্রচার সম্পাদক অ্যাডভোকট হাবিব উল পলু, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক আতাউর রহমান, কার্যকরি সদস্য সাখাওয়াত হোসেন সুমন ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদিম আহস্মেদ। অপর দিকে জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপুর পক্ষে তার প্রতিনিধিরা মনোনয়নপত্র ক্রয় করেন বলে নিশ্চিত করেছেন তিনি।
মনোনয়নপত্র সংগ্রহ করলেন আনোয়ার ও দিপু
