সোজাসাপটা রিপোর্ট: বেশ কয়েক মাস অসুস্থ থেকে না ফেরার দেশে চলে গেলেন নারায়ণগঞ্জের বহুল পরিচিত মুখ কামাল মৃধা । রাজনৈতিক এ নেতা ২৫ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন।
কামাল মৃধার ভাতিজা মিজানুর রহমান টুলুএ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতেই মরদেহ শহরের ডিআইটি এলাকাতে আনা হবে। রাত ৯টায় ডিআইটি কেন্দ্রীয় রেলওয়ে জামে মসজিদে জানাযা শেষে মৃত্যুর আগে দেওয়া কথামত মুন্সীগঞ্জের বিক্রমপুরে শায়িত করা হবে।
জানা গেছে, কামাল উদ্দিন মৃধা ৭ জানুয়ারী ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। মৃধা পরিবারের পরিবারের ছয় সন্তানের মধ্যে কামাল তৃতীয়। তিনি জয়গোবিন্দ বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজ থেকে ১৯৮১ সালে বিএসসি সম্পন্ন করেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও তিন কন্যা সন্তানের জনক। ছাত্র জীবন থেকেই তিনি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি।
সরকারী তোলারাম কলেজ ছাত্র সংসদের সাবেক সাহিত্য সম্পাদক (১৯৭৯-৮১), নারায়ণগঞ্জ শহর ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক (১৯৭৯-৮০), সরকারী তোলারাম কলেজ ছাত্র সংসদের ভিপি চলতি দায়িত্বে (১৯৭৯-৮০), সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ নারায়ণগঞ্জ জেলা শাখা, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ নারায়ণগঞ্জ শহর শাখা, সাবেক প্রচার সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ নারায়ণগঞ্জ মহানগর শাখা। প্রতিষ্ঠাতা সভাপতি সেন্টাল ইয়ুথ ক্লাব।
জানা গেছে, স্থানীয় রাজনীতিতে কামাল মৃধা বহুভাবে আলোচিত। তাঁর বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সু সম্পর্কছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথেও। কিন্তু ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চলে যেতে হয়েছিল আমেরিকাতে। সেখানেই ছিলেন দীর্ঘবছর। আমেরিকা থেকে দেশে এসে বিভিন্ন সময়ে সরব হয়ে উঠেন তিনি। বেশ কয়েকবার ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আধুনিক বাস নামানোর কথা বলে নানা চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে বিআরটিসি বা চালু করেন তিনি।