২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন, ১৪৩০

না’গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিএনপির ১২ নেতাকর্মী গ্রেফতার

আইন আদালত
না’গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিএনপির ১২ নেতাকর্মী গ্রেফতার

সোজাসাপটা প্রতিবেদক: বিএনপির ঢাকার মহাসমাবেশ ঠেকাতে নারায়ণগঞ্জের শুরু হয়েছে পুলিশের বিশেষ অভিযান। নেতাকর্মীদের বাড়ি বাড়ি যেয়ে এ অভিযান চালাচ্ছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১১টা) ১৬জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন, কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুহিনুর আলম, সহ-সাধারন সম্পাদক জাকির হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মজিদ ভুইয়া,কাঞ্চন পৌরসভা জিয়া পরিষদ আহবায়ক সফিকুল ইসলাম শিমুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি কর্মী গাজী মাসুম, গাজী মনির ও হযরত আলীর নাম তাৎক্ষনিকভাবে জানা গেছে।

এদিকে, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন পুলিশের এ অভিযানের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন। তিনি অবিলম্বে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীদের গ্রেফতার বন্ধে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনকে আহবান জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, বিনা উস্কানীতে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে স্বেরাচারী সরকারের পেটোয়া বাহিনীর আচরন শুরু করেছে।