২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন, ১৪৩০

নারায়ণগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা আটক

আইন আদালত সব খবর
নারায়ণগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা আটক

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি দাবি করেছে তাদের তিন নেতাকে কোনো কারণ বা মামলা ছাড়াই রাতে আটক করে নিয়ে গেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এ অভিযোগ করেছেন।


একই সঙ্গে দ্রুত আটক নেতাদের মুক্তির দাবি করেছেন তিনি।
আটকরা হলেন- মহানগর যুবদল নেতা রাফিউদ্দিন রিয়াদ, স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেন ও আব্দুর রশিদ।

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু দাবি করেন, আমাদের তিন নেতাকে দুপুরে (বৃহস্পতিবার) লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেয়ায় আটক করে বাকিদের ভয় দেখানোয় চেষ্টা করা হয়েছে। বিনা কারণে তাদের রাতভর অভিযান চালিয়ে আটক করেছে ডিবি।

ডিবির ওসি আব্দুল্লাহ আল মামুন জাানান, গ্রেফতাকৃত তিনজকে সিদ্ধিরগঞ্জ থানার একটি পেন্ডিং মামলায় প্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।