শহর প্রতিনিধি: নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে দু'তলা ভবনে খাদ্য গুদামে
অগ্নিকান্ড ও বিস্ফোরণের মূল কারন অনুসন্ধান করতে কাজ শুরু করেছে পুলিশের
বোম্ব ডিসপোজাল ইউনিট। ঘটনার পর আজ বিকেল চারটায় ঢাকা থেকে ঘটনাস্থলে আসে
পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। একজন সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে
পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরনের কারন অনুসন্ধান কাজ করছে । এ
বিস্ফোন গ্যাস লিকেজ থেকে না অন্য কোন বিষয় থেকে তা এ ইউনিট খতিয়ে দেখছে।
তবে তাদের অনুসন্ধান কাজ শেষ না হওয়া পর্যন্ত এখনই তারা কিছু বলবেন না বলে জানিয়েছেন। তার বিস্ফোরনের দু'তলা ভবনটি সহ বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং আলামত সংগ্রহ করেছেন।
শনিবার
সকাল ৯ টায় নিতাইগঞ্জে খাদ্য গুদানে অগ্নিকান্ডে বিস্ফোারনের ঘটনা ঘটে।
এতে দগ্ধ হয়ে একজন নিহত ও ৮ জন আহত হয়েছেন। বিস্ফোরনে চারটি দোকান ঘর দুতলা
ভবনের ঘরের ছাদ ভেঙ্গে পরেছে। ঝড়াজীর্ন ভবনটি বিস্ফোরনে ক্ষতিগ্রস্ত হয়ে
ধসে পড়ার আশংকায় ঝুকিপূর্ণ ঘোষনা করেছে ফায়ার সার্ভিস। এ ভবনের পাশের সড়ক
জনচলচল বন্ধ রাখা হয়েছে।
এ ঘটনা নিহতের নাম আওলাদ।
আহতদের নাম হোসেন, রাজন, রবি, হযরত, জাহাঙ্গীর, সেন্টু, বিল্লাল, নাহিদ।
তবে আহতদের পরিচয় ও ঠিকানা যানা যায়নি।
এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে দেড় ঘন্টা চেস্টা
চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার
সার্ভিস। যেকোন সময় ভবনটি ধ্বসে পড়তে পারে।
ফায়ার
সার্ভিসের নারায়ণগঞ্জ জেলার সহকারি উপ পরিচালক ফখরুদ্দিন জানান, আগুনের
ঘটনায় ভবনটি সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এটি অনেক পুরাতন ভবন।
জেলা
পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, এ ঘটনায় দগ্ধ একজন মারা
গেছেন আরো ৮ জন দগ্ধ হয়েছেন। আপাতত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং
এখান থেকে উৎসুক জনতাকে সরিয়ে দেয়া হয়েছে। #