০১ অক্টোবর, ২০২৩, ১৫ আশ্বিন, ১৪৩০

অষ্টমী স্নান উৎসব মঙ্গলবার থেকে শুরু

সোনারগাঁও
অষ্টমী স্নান উৎসব মঙ্গলবার থেকে শুরু

সোজাসাপটা রিপোর্ট: নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দের ব্রম্মপুত্র নদে চলছে স্নানোৎসবের প্রস্তুতি। সনাতন হিন্দু সম্প্রদায়ের পাপমোচন পুণ্য স্নান তীর্থ ভূমি লাঙ্গলবন্দে আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ধর্মীয় পবিত্র মহাতীর্থ অষ্টমী স্নান উৎসব। দুই দিন ব্যাপি এ স্নান উৎসব শেষ হবে বুধবার। আগত পূর্ণার্থীদের নিরাপত্তা জোরদার করতে জেলা ও উপজেলা প্রশাসন ৩ কিলোমিটার এলাকা জুড়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। উৎসবে নদের ১৮টি ঘাটে যোগ দিবে প্রায় ১০ লাখের বেশি পুণ্যার্থী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনস্থরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।

পুরান মতে, হিন্দু দেবতা পরশুরাম হিমালয়ের মানস সরোবরে গোসল করে পাপমুক্ত হন। লাঙ্গল দিয়ে চষে হিমালয় থেকে এ পানিকে ব্রহ্মপুত্র নদরূপে নামিয়ে আনেন সমভূমিতে। পৌরাণিক এ কাহিনীকে স্মরণ করে প্রতি বছর চৈত্র মাসে নির্ধারিত দিনে লাখ লাখ তীর্থযাত্রী পুণ্য লাভের আশায় জড়ো হন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রম্মপুত্র নদে। পাশ^বর্তী ভারত ও নেপাল সহ দেশ-বিদেশের অনেকে অংশ নেয় পবিত্র মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবে। সনাতন হিন্দু সম্প্রদায়ের পাপমোচন পুণ্য স্নানার্থে এক অন্যন্য তীর্থ ভূমি বন্দরের লাঙ্গলবন্দে শুরু হচ্ছে ধর্মীয় পবিত্র মহাতীর্থ অষ্টমী স্নান উৎসব। শুল্কা তিথি অনুযায়ী মঙ্গলবার রাত ৭ টা ০৫ মিনিটে লগ্ন শুরু হবে। শেষ হবে বুধবার রাত ৯ টা ০৯ মিনিটে। দুই দিন ব্যাপি এ স্নান উৎসব শান্তিপূর্নভাবে শেষ করতে ৩ কিলোমিটার এলাকা জুড়ে সকল প্রস্তুতি সম্পন্ন করছে সংশ্লিষ্টরা। নদের ১৮টি স্নান ঘাট তৈরী, কচুরীপানা পরিস্কার, নদীতে খনন সহ কাজ সব নির্ধারিত সময়েই শেষ হবে বলে জানান বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের এ কর্মকর্তা।


প্রতি বছর হিন্দু মুসলিম মিলে আমরা পবিত্র মহাতীর্থ অষ্টমী স্নান উৎসব করে থাকি। এ বছর পবিত্র রমজান মাসে এ উৎসব হলেও আয়োজনে কোন প্রকার সমস্যা হবে মনে করেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার সিপন।


দুই দিন ব্যাপি এ স্নান উৎসব শান্তিপূর্নভাবে শেষ করতে ৩ কিলোমিটার এলাকা জুড়ে সকল প্রস্তুতি সম্পন্ন করছে সংশ্লিষ্টরা। শান্তিপূর্ন ও সুষ্ঠুভাবে উৎসব আয়োজনে সব বিভাগের কর্মকর্তাদের নিয়ে সভা ও আলোচনার মাধ্যমে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সিংক: কুদরত এ খোদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বন্দও, নারায়ণগঞ্জ।

হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমী স্নানোৎসবে এবার বাড়তি নিরাপত্তায় থাকবে পুলিশ-প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তিনস্থরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।