নিজস্ব প্রতিবেদক: ফতুল্লার পাগলা থেকে হেরোইন সহ তিন যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার দক্ষিন
মাসদাইর এলাকার মৃত কানু চন্দ্র দাসের পুত্র প্রসেনজিৎ চন্দ্র দাস (২৫),
একই থানার পাগলা টেনুর বাড়ীর ভাড়াটিয়া খোকন মিয়ার পুত্র নাজমুল(২২) ও পাগলা
পপুলার হাসপাতাল সংলগ্ন মোঃ রফিক হাওলাদারের পুত্র মোঃ সজিব(২১)।
শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ফতুল্লা
মডেল থানাধীন পাগলা ন্যাশনাল ইট ভাটার ভিতরে ২য় তলা বিশিষ্ট আবাসিক ভবনের
সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে পুলিশ। এ সময়
গ্রেফতারকৃতদের নিকট থেকে ৯০ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ।
পুলিশ
জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ফতুল্লা মডেল
থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির(টু) সঙ্গীয় ফোর্স নিয়ে পাগলা ন্যাশনাল ইট
ভাটার ভিতরে ২য় তলা বিশিষ্ট আবাসিক ভবনের সামনের রাস্তায় অভিযান চালিয়ে
মাদক বিক্রয় কালে ৯০ পুরিয়া হেরোইন সহ মাদক ব্যবসায়ী প্রসেনজিৎ চন্দ্র দাস,
নাজমুল ও সজিব কে গ্রেফতার করে। মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক
আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।