নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের পক্ষে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার (২৬ মার্চ) সকালে চাষাড়া বিজয় স্তম্ভে তারা শ্রদ্ধা নিবেদন করেন। কর্মকর্তারা বলেন, আমাদের যার যার জায়গা ও দায়িত্ব হতে দেশপ্রেম রেখে মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সম্মান জানানো। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক শফিকুল ইসলাম , হিসাব রক্ষক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন , সুপার সিরাজুল ইসলাম।
পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
