২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন, ১৪৩০

পুলিশের বাধায় না.গঞ্জ জেলা ছাত্রদলের ইফতার পন্ড

ফতুল্লা
পুলিশের বাধায় না.গঞ্জ জেলা ছাত্রদলের ইফতার পন্ড
স্টাফ রিপোর্টার:   নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ব নির্ধারিত ইফতার মহফিল পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে।

বুধবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হবার কথা থাকলেও শেষ পর্যন্ত ইফতারের জন্য নির্ধারণ স্থানে সংগঠনটির নেতাকর্মীদের জড়ো হতে দেয়নি পুলিশ।

এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে ফতুল্লার পঞ্চবটী ইউনাইটেড ক্লাবে ইফতার অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হলে সেখানে পুলিশ সব কার্যক্রম বন্ধ করে দিয়ে ছাত্রদল নেতাকর্মীদের বের করে পাহারা বসিয়ে দেয়।

ফতুল্লার পঞ্চবটী ইউনাইটেড ক্লাবে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইফতার মাহফিলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির একাধিক সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদলের সুপার ফাইভ, জেলা বিএনপি নেতারা ও বিভাগীয় টিমের নেতারা আমন্ত্রিত ছিলেন।

জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান জানান, আপাতত পুলিশের বাধায় বুধবারের ইফতার মহফিল স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত বৈঠক করে জানানো হবে।

তিনি জানান, একটি ইফতার মহফিলকেও আজ সরকার ভয় পায়। এসব করে তাদের শেষ রক্ষা হবেনা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, এ বিষয়ে তারা কোন অনুমতি নেয়নি।