২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন, ১৪৩০

রূপায়ন টাউনে সাংবাদিক রবিনকে সংবর্ধনা

সব খবর
রূপায়ন টাউনে সাংবাদিক রবিনকে সংবর্ধনা

শহর প্রতিনিধি: নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক বিল্লাল হোসেনকে সংবর্ধনা দিয়েছে রূপায়নবাসী। শনিবার (১৫ এপ্রিল) ফতুল্লার ভুইগড় রূপায়ন টাউনে আয়োজন করা হয় সংবর্ধনা ও ইফতার মাহফিল।

নারায়ণগঞ্জ জেলা ক্যাবের প্রচার সাংবাদিক আবু সাইদ পাটোয়ারী রাসেলের সঞ্চালনায় সংবর্ধনা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান, রূপায়ন টাউন ওনার্স এসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার রফিকুল, আড়াইহাজার উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাকির ভুঁইয়া, সুমন খান, মানিকুর রহমান, বিআইডব্লিউটিএ এমপ্লইজ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান জহির রানা, ইশতিয়াক আশফাক রাসেল, জাবেদ হোসেন, সোহেল, সাকিব খান, টুটুল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, কৌশিক, সাকিব আমিন, ফারিয়া গার্মেন্টস এর জিএম নওশাদ খান, আরহাম ড্রেসওয়ার লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর সাইদুর রহমান এবং অন্যান্য ফ্ল্যাট মালিক ও বসবাসকারীবৃন্দ।

ইফতার পূর্ব আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রূপাউন টাউন জামে মসজিদের ঈমাম আব্দুল আজিজ।

প্রসঙ্গত: শুক্রবার (১৪ এপ্রিল) অনুষ্ঠিত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।