নিজস্ব প্রতিবেদক: ফতুল্লা
প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটনের বাবা হজী আব্দুল গফুর
(৭০) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফতুল্লা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ
সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বুধবার
(১৯শে এপ্রিল) রাত বারোটার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ
নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার
সকাল দশটায় দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী বায়তুল মামুর জামে মসজিদে জানাযার
নামাজ শেষে গ্রামের বাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার জন্য নিয়ে
যাওয়া হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।