বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের পৃথক স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা দুটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের বন্দর উপজেলার মদনপুর এবং সিদ্ধিরগঞ্জ উপজেলার মাদানীনগর এলাকায় এ অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে দুর্বৃত্তরা মাদানীনগর এলাকায় কয়েকটি টায়ার এবং মদনপুর এলাকায় দুটি গাড়ির চাকায় আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এ কে এম শরফুদ্দিন বলেন, কে বা কারা হঠাৎ করে মহাসড়কে এসে কয়েকটি টায়ার পুড়িয়ে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, যান চলাচল স্বাভাবিক ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সকাল থেকেই মহাসড়কে শতাধিক পুলিশ কাজ করছে। যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে দুই গাড়িতে আগুন
