০১ অক্টোবর, ২০২৩, ১৫ আশ্বিন, ১৪৩০

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭

সব খবর সিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে বিএনপির ৪২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭

সোজাসাপটা প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রোববার (৩০ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল হক বাদী হয়ে এ মামলা করেন।




এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।






গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান (৪৭), সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মো. জসিম উদ্দিন (৪০), নাসিক ২ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মো. ফারুক (৪৫), নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান (৪২), সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইউসুফ আলী (৬০), গজারিয়া থানার ছাত্রদলের সভাপতি মাহাদী ইসলাম বাবু (৩৫), মুন্সিগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম (৩৪)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে দুপুরে থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।






এর আগে শনিবার (২৯ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিতে গেলে বিএনপি নেতাকর্মীদের পুলিশ বাধা দেয়। বিএনপি-পুলিশের বাগবিতণ্ডার একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশকে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়তেও দেখা যায়। এতে অন্তত ২২ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির। অন্যদিকে, সংঘর্ষের সময় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ইট-পাটকেল ছোড়েন। এতে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।