২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন, ১৪৩০

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারির ছুরিকাঘাতে সবজি বিক্রেতা নিহত

সব খবর সিদ্ধিরগঞ্জ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারির ছুরিকাঘাতে সবজি বিক্রেতা নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারির ছুরিকাঘাতে আক্কাস সিকদার  নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছে। উপজেলার মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তায় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত আক্কাস সিকদারের (৪৫) বাড়ি বরগুনা জেলার আমতলী থানার হাট চুনাখালি ঠিকদান এলাকায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বাতানপাড়া তালতলা ক্লাব এলাকায় মোতালেব এর বাড়িতে ভাড়া থাকতেন ও তিনি ভ্যানে করে মহল্লায় মহল্লায় সজবি বিক্রি করতেন।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো যাত্রাবাড়ি থেকে নিজের ব্যবসার সবজি ক্রয় করতে আক্কাস আলী টাকা নিয়ে ভোরে বাসা থেকে বের হন। এ সময় পাইনাদি এলাকায় রাস্তায় একদল ছিনতাইকারি তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি বাঁধা দেন। ছিনতাইকারিদের সাথে তার ধস্তাধস্তিও হয়। এক পর্যায়ে ছিনতাইকারিরা  আক্কাস সিকদারের বুকে ছুরিকাঘাত করে তার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে এলাকাবাসির  তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
 
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এস আই) হুমায়ুন কবির জানান,
নিহতের বুকে ছুরিকাঘাতের ক্ষত চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় হত্যা মামলা দায়েরের করছেন বলেও জানান তিনি।