বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে ছাই ৩ তলা ভবন সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ তলায় ভবনের আসবাবপত্র পুড়ে গেছে। শনিবার (১৮ নভেম্বর ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ভবনে আগুন
