সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
বুধবার (৫ জুলাই) সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৪ জুলাই) রাতে জেলা আওয়ামী লীগের প্যাডে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদলের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আলহাজ্ব মো. জহিরুল হক, মো. মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া, নজরুল ইসলাম মনি, আলী আকবর, অধ্যক্ষ মো. মোনতাজ উদ্দীন মর্তুজা, মাসুদ রানা মানিক ও নাসরিন সুলতানা ঝরা।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর হাই বলেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আশা করছি, এ কমিটির মাধ্যমে সোনারগাঁ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল, সম্পাদক কায়সার
