সোজা সাপটা রিপোর্ট: ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদকে ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। গতকাল সোমবার তাঁকে এ পাস দেওয়া হয়েছে। এই ট্রাভেল পাসের শর্ত অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে তাঁকে দেশে ফিরতে হবে। আজ মঙ্গলবার ফোনে প্রথম আলোকে এ তথ্য জানান সালাহ উদ্দিন আহমদ।
২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহ উদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরির সময় লোকজনের ফোন পেয়ে তাঁকে আটক করা হয়।
আজ সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘গতকাল (সোমবার) সকালে গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের অফিস থেকে ট্রাভেল পাসের বিষয়টি জানানো হয়। কাল রাতে এটি আমার হাতে পৌঁছায়।’
ট্রাভেল পাসের শর্ত অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে তাঁর বাংলাদেশে ফিরতে হবে বলে জানান সালাহ উদ্দিন আহমদ। তিনি কবে দেশে ফিরবেন জানতে চাইলে প্রথম আলোকে সালাহ উদ্দিন বলেন, দেশে ফেরার আগে তিনি ভারতেই স্বাস্থ্য পরীক্ষার করাবেন। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসকেরা কাছে যান না। কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর তিনি দেশে ফিরবেন।
ট্রাভেল পাস পেয়েছেন সালাহ উদ্দিন আহমদ: অচীরেই ফিরেছেন দেশে
